সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি
ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেন। তাদের মধ্যে তিন পুরুষ ও দুজন নারী।
আরও পড়ুন: ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৯ নারী
ফেরত আসারা হলেন নরসিংদীর হাবিবুল্লাহ বাহারের ছেলে আজিম ভুঁইয়া (২৭), ময়মনসিংহের আবুল মুনসুরের ছেলে আল ফাহাদ (২৯), গোপালগঞ্জের দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫), যশোরের সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ির আমির উদ্দিনের মেয়ে মমতা (২৫)। তাদের মধ্যে পুরুষ তিনজন মুম্বাই কারাগারে এবং নারী দুইজন নাগপুরের একটি বেসরকারি শেল্টার হোমে ছিলেন।
আরও পড়ুন: ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ফেরত আসা নারী-পুরুষরা যশোর, হিলি, আগরতলা, মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে তাদের কারাগারে রাখা হয়। আজ তাদের ভারতীয় পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, ফেরত আসা তিন পুরুষ ও দুই নারীকে ‘রাইটস যশোর’ নামে একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি
রাইটস যশোরের এরিয়া কোঅর্ডিনেটর বজলুর রহমান বলেন, তাদের এখান থেকে নিয়ে সংস্থার যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।
মো. জামাল হোসেন/এমআরআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার