ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে মুক্তিযুদ্ধমন্ত্রী

বঙ্গবন্ধু দেশে এসেছিলেন বলেই আমরা অস্ত্র জমা দিয়েছিলাম

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু যদি দেশে ফেরত না আসতেন তাহলে মুক্তিযোদ্ধাদের কাছে যেসব অস্ত্র ছিল তা আমরা অন্য কারও কাছে সমর্পণ করতাম না। বঙ্গবন্ধু দেশে ফেরত এসেছিলেন বলেই আমরা অস্ত্র জমা দিয়েছিলাম।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: সবাইকেই আ’লীগ করতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ২৯ বছর জিয়া, এরশাদ, খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এ সময়ে তারা এ দেশের জন্য কী করেছে? শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করার প্রস্তুতি নিয়েছি।

তিনি আরও বলেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বিভিন্ন সরকারি স্থাপনা বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য আমরা এরইমধ্যে ডিসি ও ইউএনওদের নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন: এখন ভিক্ষুক পাওয়া যায় না: মুক্তিযুদ্ধমন্ত্রী

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এসময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম, স্থানীয় সরকার বিভাগ, গাজীপুরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্যাহ মণ্ডল, বাসন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গাজীপুর সিটির সহস্রাধিক শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

মো. আমিনুল ইসলাম/ এমআরআর/জিকেএস