হঠাৎ বৃষ্টিপাতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা
মাদারীপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকেই প্রচুর বৃষ্টিপাত দেখা দিয়েছে। সঙ্গে রয়েছে হালকা দমকা বাতাস। হঠাৎ এই বৃষ্টিপাতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করেছেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা।
মাদারীপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে মুষল ধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি রাত ২টা ৫২ মিনিট পর্যন্ত চলে। আজ বুধবার সকাল ৮টা থেকে থেমে থেমে বৃষ্টি নামতে শুরু করে। এ পর্যন্ত মোট ৪৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতের বৃষ্টিপাতের সময় বাতাসের গতিবেগ ছিল ৮ নটিকেল মাইল।
মাদারীপুরের শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন জানান, হঠাৎ বৃষ্টিপাতের কারণে জেলার রবি শস্য- সরিষা, কালাই, মশুর ও কালোজিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া চলতি আমের মুকুলের বেশ ক্ষতি হয়েছে বলে মাদারীপুর কৃষি অফিস জানায়।
নাসিরুল হক/এসএস/পিআর