ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনের অভয়ারণ্য থেকে নৌকাসহ ৪ ভারতীয় জেলে আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৩ জানুয়ারি ২০২৩

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাংলাদেশ অংশ থেকে ইঞ্জিনচালিত নৌকাসহ চার ভারতীয় জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জর মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার চরখালী বাজারের সুব্রত মন্ডলের ছেলে সুদিত মন্ডল (৪৫), জিতেন মোজামদারের ছেলে অনুক মোজামদার (৪৫), গোপাল মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল (৪০) ও বেতবাড়িয়া জীবনতলা গ্রামের শ্রীনাথ হালদারের ছেলে শংকর হালদার (৪৮)।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আটকদের লোকালয়ে আনা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এমকেআর