ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রস্তুত ইজতেমা ময়দান, নিরাপত্তায় ২১ ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৪০ এএম, ১৩ জানুয়ারি ২০২৩

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে থাকবে ২১টি ভ্রাম্যমাণ আদালত। এরই মধ্যে ইজতেমা ময়দান ঘিরে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে ইজতেমা ময়দানের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান এসব কথা জানান।

তিনি বলেন, ইজতেমাকে সুন্দর ও সফল করতে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। গত দুমাস ধরে তাবলিগ জামাতের আয়োজকদের সঙ্গে জেলার সব বিভাগের সহযোগিতায় তা সম্পন্ন হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভাল।

আইনশৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ২১ ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। যারা পুরো ময়দানে কাজ করবেন। অস্বাস্থ্যকর দোকানপাটে নজরধারীসহ কোনো মুসল্লির অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন।

জুমার নামাজের সময় বাড়তি মুসল্লিদের চাপ সামলাতেও ব্যবস্থা ও ইজতেমায় আসা মুসল্লিদের ৯১টি খিত্তাসহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা দেয়া হচ্ছে বলেও জানান ডিসি আনিসুর রহমান।

মাহফুজুর রহমান নিপু/এমকেআর