ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিশ্ব ইজতেমা

২৪ ঘণ্টায় ৪৩৮ মুসল্লিকে চিকিৎসাসেবা দিয়েছে স্বাস্থ্য বিভাগ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৩

লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ তীর আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত। ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইজতেমা কর্তৃপক্ষ। প্রচণ্ড শীতসহ নানা করণে অসুস্থ হয়ে যাওয়া বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শুরু

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হোন্ডা গেইট ক্যাম্প, বাটা গেইট ক্যাম্প ও আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া ওই হাসপাতালে ভর্তি রয়েছে তিনজন। আর তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া সমন্বয়কারী ডা. তারিক হোসেন জানান, দুই পর্বেই ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের চিকিৎসাসেবা দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগের পুরো টিম।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস