ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে আহম্মদ হোসেন শান্ত নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় শহরের পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আহম্মদ আলী শান্ত পৌর শহরের পশ্চিম মুন্সিপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। সপ্তাহ খানেক আগে আহম্মদের স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে গেলে আহম্মদ বাড়িতে একাই থাকতেন। বুধবার সকালে প্রতিবেশী এক নারী আহম্মদের মরদেহ বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখে সবাইকে ডাক দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে।

রবিউল এহ্সান রিপন/এফএ/এসএস/এবিএস