ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিনিধি সম্মেলন

জুতা পায়ে শহীদ মিনারে আওয়ামী লীগের নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে জুতা পায়ে দিয়েই শহীদ মিনারে উঠলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে এ চিত্র দেখা গেছে।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে নেতাকর্মীদের জুতা পায়ে দিয়েই শহীদ মিনারে উঠে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা গেছে।

জুতা পায়ে থাকা এক ছাত্রলীগ কর্মী বলেন, শহীদ মিনারের পাশেই সম্মেলন মঞ্চ তৈরি করা হয়েছে। অনেক নেতাকর্মী, তাই ছোট্ট জায়গায় এত মানুষের জায়গা হয়নি। বাধ্য হয়েই অনেকেই শহীদ মিনারের ওপরে দাঁড়িয়ে ও বসে প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন ও নেতাদের বক্তব্য শুনেছেন।

জুতা পায়ে শহীদ মিনারে আওয়ামী লীগের নেতাকর্মীরা

‘আসলে শহীদ মিনারে উঠছি এমনটা স্মরণে ছিল না। তা হলে অবশ্যই জুতা খুলেই উঠতাম’। এ কথা বলেই তিনি শহীদ মিনার থেকে নেমে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি যখন শহীদ মিনারের ওপরে উঠেছি, তখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বক্তব্য দিচ্ছিলেন। তাই একটা ছবি তোলার জন্য ওপরে এসেছি। জুতা পায়ে ওঠার বিষয়টি খেয়াল করিনি। তবে এটি অবশ্যই ভুল হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু বলেন, শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় সতর্কবাণী দেওয়া রয়েছে, যাতে কেউ এখানে জুতা পায়ে না ওঠে। এরপরও কেউ যদি জুতা পায়ে শহীদ মিনারে ওঠে তাহলে তা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, শহীদ মিনারে অন্যদিন কলেজের একজন দপ্তরিকে রাখা হয়, যাতে কেউ জুতা পায়ে না ওঠে। তবে আজ আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল, তাই শহীদ মিনারের পবিত্রতা রক্ষার দায়-দায়িত্ব তাদের।

জুতা পায়ে শহীদ মিনারে আওয়ামী লীগের নেতাকর্মীরা

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান বলেন, সম্মেলন চলাকালে একাধিকবার মাইকে ঘোষণা দেওয়া হয়, যাতে কেউ শহীদ মিনারে জুতা পায়ে না ওঠে। এরপরেও যদি কেউ ওঠে, তাহলে তা দুঃখজনক ও অন্যায় হয়েছে।

প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান।

সোহান মাহমুদ/এমআরআর/জেআইএম