ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে মনিকা হত্যায় জড়িতদের ফাঁসির দাবি

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে গৃহবধূ মনিকা আক্তার হালিমা হত্যায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজনরা। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় নিহতের স্বজনসহ শতাধিক এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, মরদেহ উদ্ধারের পর মনিকা আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন। তবে তারাই পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক। ৬ দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারে নাই। তাদের দাবি দ্রুত মনিকার শ্বশুর মফিজ আকন ও শাশুড়ি মাকসুদা বেগমসহ জড়িতদের আটক করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

আরও পড়ুন: ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি 

মনিকার মা জানান, ৬ মাস আগে মনিকার বিয়ে হয়। তার স্বামী তিনমাস আগে বিদেশ চলে যান। এরপর থেকে মেয়ের ওপর নানাভাবে অত্যাচার করে আসছে শ্বশুরবাড়ির লোকজন। পরে তাকে গলায় রশি প্যাঁচিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখে।

jagonews24

গত ১০ জানুয়ারি মঙ্গলবার রাতে বালাসুর বানিয়াবাড়ী এলাকার শ্বশুরবাড়ি থেকে মনিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন: আমেনার হত্যাকারী নজরুলের ফাঁসির দাবি

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস