দুর্বৃত্তের কীটনাশকে নষ্ট ৪০ বিঘা বীজতলা
দিনাজপুরের হাকিমপুরে পূর্ব শুত্রুতার জেরে ওসমান আলী নামে এক কৃষকের ৪০ বিঘা জমির বোরো বীজতলা কীটনাশক প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিকে বীজতলা নষ্টের খবর পেয়ে রোববার (১৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, এবার বোরো মৌসুমে ধানচাষের জন্য ৪০ বিঘা জমির বীজতলা তৈরি করেন কৃষক ওসমান আলী। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে বীজতলা গিয়ে দেখেন সব চারা মরে যাচ্ছে। রাতের অন্ধকারে কে বা কাহারা কীটনাশক দিয়েছে।

ওসমান আলী বলেন, পূর্ব শত্রুতার জেরে কে বা কাহারা আমার এই সর্বনাশ করেছে আমি জানি না। আমি শেষ হয়ে গেছি। আমি আজ নিঃস্ব, আমি এর সঠিক বিচার চাই।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, সকালে বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে বীজতলা পরিদর্শন করেছি। বীজতলায় আগাছা দমনের কীটনাশক প্রয়োগ করা হয়েছে।
তিনি বলেন, বীজগুলোর শিকড় এখনো ভালো আছে। বীজতলায় কিছু কিটনাশক এবং সার প্রয়োগ করলে কিছুটা উন্নতি হতে পারে।
স্থানীয় বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, কৃষক ওসমান আলীর বীজতলা ক্ষতির বিষয়টি আমি শুনেছি। এটা একটা ঘৃণ্য কাজ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, বোয়ালদাড় গ্রামে বীজতলার বীজ নষ্টের বিষয়ে এক কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাহাবুর রহমান/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার