চাঁপাইনবাবগঞ্জে উপ-নির্বাচন
শেষদিনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তাহরিমা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী তাহরিমা খাতুন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা একেএম গালিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বতন্ত্রপ্রার্থী তাহরিমা খাতুনের প্রার্থীতা প্রত্যাহারে ফলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খান, স্বতন্ত্রপ্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: ৬ আসনে উপ-নির্বাচনে ৫৩ জনের মনোনয়ন দাখিল
প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে তাহরিমা খাতুন বলেন, যেহেতু আমাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই পরিবারের সদস্যদের অনুরোধে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি। আমি বিএনপির কোনো পদে না থাকলেও এ দলের রাজনীতির সঙ্গে জড়িত।
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস