ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপ-নির্বাচন

প্রতীক পেয়েই প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের প্রার্থীরা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে আসন দুটির রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, এ আসনে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানকে নৌকা, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক লাঙল, জাকের পার্টির গোলাম মোস্তফাকে গোলাপ ফুল, বিএনএফের নবিউল ইসলামকে টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলমকে মাথাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

dcci.jpg

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান জাগো নিউজকে বলেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদকে নৌকা, বিএনএফে কামরুজ্জামান খানকে টেলিভিশন ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনকে আপেল প্রতীক বরাদ্দ পান।

সোহান মাহমুদ/এসজে/এমএস