ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কম্বল নিয়ে দ্বন্দ্ব

সেই আওয়ামী লীগ নেতার বাড়িতে এবার গুলির অভিযোগ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর চাটখিলে কম্বল নিয়ে দ্বন্দ্বের জেরে পিটিয়ে জখম করা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার (৫৮) বাড়িতে এবার হামলা ও গুলি বর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১৫ জানুয়ারি) রাতে খিলপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, ‘রোববার দিনগত রাত ২টার দিকে সাত-আট জনের একটি দল আমার বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করে। এক পর্যায়ে তারা বসতঘরের জানালার গ্লাস ভাঙচুর করে ফাঁকা গুলি ছোড়ে। দরজা ভেঙে ঘরেও ঢোকার চেষ্টা করে।’

তিনি দাবি করেন, ‘খিলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের নেতৃত্বে এ হামলা হয়েছে। কম্বল নিয়ে দ্বন্দ্বের জের ধরে আমাকে পিটিয়ে জখম করেন। এখন সুমন আমাকে পদত্যাগ করতে চাপ দিচ্ছেন। অন্যথায় আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়ে আসছেন।’

খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মীর হোসাইন জাগো নিউজকে বলেন, ‘চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির কম্বল বিতরণের জন্য খিলপাড়া ইউনিয়নে গোলাম মোস্তফাকে তালিকা করতে বলেছিলেন। সুমনকে না জানিয়ে কেন ওই তালিকা তৈরি করা হলো এজন্য মোস্তফাকে বাজার থেকে তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়। তিনি ১৩ দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসেন।’

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

jagonews24

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির জাগো নিউজকে বলেন, ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগ নেতাদের জানানো হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা বিষয়টি আমাকে জানিয়েছিল। একটি গ্রুপ কাজগুলো করাচ্ছে। তদন্তে জানা যাবে কারা এগুলো করাচ্ছে। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনাতে নির্দেশ দিয়েছি।’

খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘দিনগত রাত ২টার দিকে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার বাড়ির মেইন গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। ঘরের গ্লাস ভাঙচুর করে। সিসিটিভির ফুটেজে কিছু লোক দেখা যায়। আমরা যাচাই বাছাই করে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে কম্বল বিতরণের দ্বন্দ্বে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফাকে খিলপাড়া বাজার থেকে তুলে নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সুমনের অফিসে মারধর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস