ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীর ওড়না টেনে কারাগারে যুবক

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে কামাল হোসেন (৩৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দণ্ডপ্রাপ্ত কামাল হোসেনকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।

কামাল হোসেন গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকার আতাউর রহমানের ছেলে।

আরও পড়ুন: চরের শাকে চলে সংসার

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে এক স্কুলছাত্রীর ওড়না টান দিয়ে অশালীন কথা বলেন কামাল হোসেন। এসময় স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলমের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। যৌন হয়রানি করার অপরাধে কামাল হোসেনকে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম