ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশি বাধায় ভৈরবে বিএনপির কর্মসূচি বানচাল, গ্রেফতার ২

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

পুলিশি বাধায় ভৈরবে বানচাল হয়েছে বিএনপির কর্মসূচি। এ সময় ভৈরব পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু স্মরণীর চাঁনভান্ডার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুকিত পৌর শহরের আমলাপাড়া এলাকার মো. মিল্লাত মিয়ার ছেলে ও সোলাইমান পঞ্চবটি এলাকার ইসমাইল মিয়ার ছেলে।

অপরদিকে পাল্টা কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ নামে এ পথসভার আয়োজন করা হয়। সোমবার বেলা ১১টায় পৌর শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, আমাদের মাইকের আওয়াজের ভয়ে ভৈরবে বিএনপি কর্মসূচি বন্ধ করে দিয়েছে। ৭৫ পরবর্তী সময়ে বিএনপি যে অত্যাচার, নির্যাতন করেছে তার বিন্দুমাত্রও বিএনপির ওপর হয়নি। আওয়ামী লীগ এখন জনবান্ধব রাজনৈতিক দল। দেশকে ৫০ বছর পিছিয়ে নিতে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপি আজ সারাদেশে গুজব ও মিথ্যাচার করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার জয়যুক্ত করতে হবে।

অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, পুলিশের বাধায় আমাদের কর্মসূচি আজ বানচাল হয়েছে। আমাদের দুজন বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বিএনপির দেওয়া কর্মসূচির অংশ হিসেবে ভৈরবে শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম। পুলিশ আমাদের কর্মসূচি বানচাল করে দিয়েছে।

ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সাধারণ জনগণের অধিকার ফিরিয়ে আনতে আজকে আমরা ভৈরবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ ছাত্রদল ও বিএনপি নেতাকে অযথা মিথ্যা ও ভিত্তিহীন মামলায় আটক করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তবে বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ভৈরবে শান্তি শৃঙ্খলা রাক্ষার্থে পুলিশ সোচ্চার থাকলেও বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। এছাড়া বিএনপিকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতেও দেখা যায়নি।

বিএনপির দুজন নেতা আটকের বিষয়ে ওসি বলেন, তারা নিয়মিত মামলার আসামি। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।

রাজীবুল হাসান/এফএ/এমএস