খাগড়াছড়িতে নিজ বাড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত কিশোরী উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার বাসিন্দা আব্দুর রহমান জামালের মেয়ে।
সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল সুমাইয়া আক্তার সেতু। এসময় তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এলোপাতাড়ি কোপে তার হাত ও কান কেটে যায়। শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে হাত। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় সে। প্রতিবেশীসহ আমবাগান এলাকার দোকানে থাকা লোকজন ছুটে আসলে ঘাতক পালিয়ে যান।
আরও পড়ুন: খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর আটক
নিহতের বাবা মো. আব্দুর রহমান জামাল বলেন, আমরা যখন বাড়িতে ছিলাম না তখন কে বা কারা আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। মেয়ের হত্যাকারীর বিচার দাবি করেন তিনি।
স্থানীয়রা খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে যান। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ওসি বলেন, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে। পুলিশ কাজ করছে।
মুজিবুর রহমান ভুঁইয়া/এমআরআর/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ