ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের চিলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাজিপুর উপজেলার খুদবান্দি গ্রামের মৃত সিদ্দিকের ছেলে অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৪০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মৃত লাল চাঁনের ছেলে মোটরসাইকেলচালক ফজলে রাব্বি (৪৫)।

আরও পড়ুন: জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে কাজীপুরের দিকে যাচ্ছিল। পরে ভেওয়ামারা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে অটোরিকশাটি সেখান থেকে পালাতে গিয়ে স্থানীয় চিলগাছা বাজার এলাকায় একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এম এ মালেক/এসআর/এমএস