ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলের বাসাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মদ জানান, ঢাকা থেকে টাঙ্গাইলগামী ধলেশ্বরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক মারা যান। এ ঘটনায় আহত ৭ বাস যাত্রীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএএস/এবিএস