ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাহাড়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে: মানবাধিকার কমিশন

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে অপহরণ, খুনসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নানা অভিযোগ পেয়েছি। এখানকার মানুষের জনমনে অসন্তোষ রয়েছে। এ এলাকায় উন্নয়ন বিঘ্নিত হচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান কামাল উদ্দিন

অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের যুগ্ম-সচিব নারায়ণ চন্দ্র সরকার, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য কাওসার আহমেদ, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘কমিশন’ ব্যবহার করতে পারবে না মানবাধিকার কমিশন

গত ১৬ জানুয়ারি থেকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমদ ও সদস্যরা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা সফর শুরু করেন।

সাইফুল উদ্দীন/আরএইচ/এএসএম