ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘শেখ হাসিনার মতো ইসলাম প্রচার অতীতে কেউ করেনি’

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যেভাবে ইসলামের জন্য কাজ করেছেন তা অতীতের কোনো সরকার করেনি। তিনি দেশে ইসলাম প্রচারের জন্য ইমামদের ১২৩ কোটি টাকা অনুদান দিয়েছেন। ইসলামি ফাউন্ডেশন গড়ে তুলেছেন। এখন পর্যন্ত প্রায় ১০০টি মসজিদ উদ্বোধন করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে ২৯ জানুয়ারি আওয়ামী লীগের রাজশাহী জনসভা সফল করা ও চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব ও সাংবাদিকবান্ধব। তাই বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে সব সময় আছে। সব বাধা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে তা অন্য কোনো সরকারের সময় হয়নি। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ১০০টি সেতু উদ্বোধন করেন। তাই নৌকার বিকল্প নেই।

অপরদিকে বিএনপি চাঁপাইনবাবগঞ্জের ২১ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। তারা খুনের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, এই সরকারের আমলে যে দুর্নীতি হয় না এমনটা নয়। বর্তমান সরকারের সময়ে বিদেশে টাকা পাচার হয় না এমনটা নয়। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। কিন্তু এর আগে যারা সরকারের দায়িত্বে ছিল তারা এসব দুর্নীতির ব্যবস্থা নেয়নি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকার প্রর্থী আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস