ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০১:২৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: শীত আরও বাড়বে, বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ

তিনি বলেন, শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত চারদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ এর মধ্যে ওঠানামা করছে। চতুর্থ দিনের মতো চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।

আরও পড়ুন: আট অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ

এদিকে পঞ্চগড়ে টানা ১৭ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে হিম শীতল বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। তবে শনিবার সকাল ৮টার পর সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারদিক।

সফিকুল আলম/আরএইচ/এএসএম