শিবচরে ২৫টি মনোনয়ন বাতিল
মাদারীপুরের শিবচরে ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫টি মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এসময় উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির ১৬ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীর মনোনয়নসহ আরো ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
একাধিক দলীয় প্রত্যয়নপত্র প্রদান ও জন্ম তারিখ ভুল এবং আয়-ব্যয় হিসাব-হিসেবের গড় মিল থাকার কারণে এ সকল মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। তবে এই ১৬ ইউনিয়নের নির্বাচনে কোনো ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার ছিলো মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। দুইজন করে প্রার্থী বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা দেয়ায় কাঠালবাড়ি ইউনিয়নের এসএম সালাম মিয়া ও আলতাফ হোসেন বেপারী এবং বাঁশকান্দি ইউনিয়নে মো. শহীদুল ইসলাম ও মো. শাহীন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।
পাশাপাশি জন্ম তারিখ ভুল, আয়-ব্যয় হিসেবে গড় মিলসহ বিভিন্ন কারণে পাচ্চর ইউনিয়নের বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন, দত্তপড়া ইউনিয়নে মিজান তালুকদার, বহেরাতলা (উত্তর) ইউনিয়নের ইমাম হোসেন ঢালী, শিরুয়াইল ইউনিয়নে মো. দলিল উদ্দিন, কাদিরপুর ইউনিয়নে মাহাবুবুর রহমান, ভান্ডারিকান্দি ইউনিয়নে মো. ফরহাদ হোসেন ও চরজানাজাত ইউনিয়নে সিরাজুল ইসলাম শান্ত, দ্বিতীয়াখন্ড ইউনিয়নে মোতাহার হাওলাদার, নিলখী ইউনিয়নে বকুল লপ্তী ও বহেরাতলা দক্ষিন ইউনিয়নে আ. মান্নান উকিলসহ ১৪ জন বিএনপি প্রার্থীর মনোননয়ন বাতিল করা হয়েছে। এছাড়া আরো ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে কোথায় কোনো ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
বাঁশকান্দি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন ও কাঠালবাড়ি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ডা. মো. ছরোয়ার হোসেন শিকদার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিএনপির দুইটি করে মনোনয়নপত্র পাওয়ার কথা স্বীকার করে তাদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চত করেছেন।
নাসিরুল হক/এফএ/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা