ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় খুনের ১৫ বছর পর তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

পাব্নায় স্কুল নিয়ে বিরোধের জেরে খুনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ি এলাকার মন্টু প্রামাণিক, সাহেব মোল্লা ও নওজেস প্রামাণিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিঘী গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় মাহাতাব উদ্দিনের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৬ মার্চ তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরোধ মীমাংসার জন্য স্কুলে যান। মীমাংসা বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আহত মাহাতাব উদ্দিনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাতিজা আবু বক্কর সিদ্দিকী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় মামলা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

তবে আসামিপক্ষের আইনজীবী সনৎ কুমার সরকার বলেন, তার মক্কেল ন্যায়বিচার পাননি। মক্কেলের সঙ্গে আলাপ করে উচ্চ আদালতে আপিল করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস