ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাতীয় পরিচয়পত্র বিক্রির অভিযোগে ৪ যুবক আটক

প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৪

সাভারে বাজার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন বিপনি বিতানে থাকা কম্পিউটার কম্পোজের দোকানে অভিযান চালিয়ে নকল জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ ও বিভিন্ন পরিক্ষায় পাশের সনদপত্র তৈরি ও বিক্রির অভিযোগে ৪ যুবককে আটক করেছে র‌্যাব-৪।

বুধবার দিবাগত রাতে সাভারের জাতীয় অন্ধকল্যাণ সংস্থা মার্কেট, সুগন্ধা সুপার মার্কেট ও মফিজ প্লাজায় অবস্থিত কম্পিউটার কম্পোজের দোকানগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জাহিদ হাসান (২৬), আবুল কালাম (৩০), মীর কামরুজ্জামান (২৮) ও আলামিন (২৯)।

এ সময় আটকদের কাছ থেকে ৪০ ভূয়া জাতীয় পরিচয় পত্র, ১৫টি জাল জন্ম সনদ, এসএসসি এবং এইচএসসির জাল সনদ ৩৭টি, ৩টি মনিটর, ৩টি সিপিউ, ৩টি স্ক্যানার, ৩ প্রিন্টার ও ৩টি লেমিনেটিং মেশিন উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর নবীনগর কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসপি রওনক আলমের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের বিভিন্ন বিপণী বিতানে অভিযান চালিয়ে ভূয়া জাতীয় পরিচয়পত্র বিক্রির সময় সুগন্ধা মার্কেট থেকে ২ জন ও মফিজ প্লাজা থেকে ১ জন, অন্ধকল্যাণ সংস্থা মার্কেট থেকে ১ জনকে হাতে নাতে আটক করা হয়।

র‌্যাব- ৪ এর সিনিয়র এসএসপি রওনক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।