পাঠ্যবইয়ের ভুল সংশোধন দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন
পাঠ্যপুস্তকে ভুল সংশোধনের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে ‘শিক্ষা সংস্কার আন্দোলন’ শ্লোগানে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ নোমান, মোংলা থানা সভাপতি এম নোমান হোসাইনসহ থানা ও পৌর নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য অস্ত্র তুলে দেওয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম এদেশে পড়তে দেওয়া উচিত হবে না। এছাড়া শিক্ষাক্রম-২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, শিক্ষকরা হলেন জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেন তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে ও আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিণত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে, অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুসের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন তারা।
আবু হোসাইন সুমন/এসজে/এএসএম