ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ জেলা ছাত্রদল সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ ।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ বলেন, সার্কিট হাউজ এলাকা থেকে পুলিশের একটি দল নেভিনকে গ্রেফতার করে। তাকে থানায় নেওয়া হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জাগো নিউজকে জানান, গ্রেফতার ছাত্রদল নেতার বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এসআর/এএসএম