ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রেললাইনে মিললো যুবকের ছিন্নভিন্ন মরদেহ

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৪:১০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রেল লাইন থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে মির্জাপুর স্টেশনের কাছে বংশাই রোড রেলক্রসিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মির্জাপুর স্টেশনের মাস্টার কামরুল হাসান।

তিনি বলেন, সকালে রেলক্রসিং এলাকায় ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এস এম এরশাদ/এসজে/এএসএম