অসৎ পথে উপার্জিত অর্থ কেউ ভোগ করতে পারবে না: দুদক সচিব
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন বলেছেন, অসৎ পথে উপার্জিত অর্থ কেউ ভোগ করতে পারবে না। যারাই দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কেউ ছাড় পাবেন না।
সোমবার (৩০ জানুয়ারি) গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী এ গণশুনানিতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাাসক আনিসুর রহমান।

বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোবার শামছুর রহমান, দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমএ বারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

গণশুনানিতে মোট ১৬৪টি অভিযোগপত্র জমা পড়ে। এতে ৮৬ জন সেবাগ্রহীতা ২৩টি সরকারি অফিসের বিরুদ্ধে সরাসরি তাদের বক্তব্য তুলে ধরেন। এসব সরকারি অফিসের প্রধান ও তাদের প্রতিনিধিরা বিভিন্ন অভিযোগের কিছু নিষ্পত্তি এবং বাকগুলোর জবাব দেন।
সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, বনবিভাগ, সিটি করপোরেশন, পল্লী বিদ্যুৎ, বিআরটিএ, পাসপোর্ট অফিসের বিরুদ্ধে বেশি অভিযোগ জমা পড়ে।
আমিনুল ইসলাম/এসআর/এমএস