ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুর আইনজীবী সমিতির সভাপতি ফেরদৌস সম্পাদক মুরাদ

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাড. একেএম মোসাদ্দেক ফেরদৌস এবং সাধারণ সম্পাদক পদে এমকে মুরাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. নারায়ণ চন্দ্র হোড়।

কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতিসহ ৬ পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যালেন এবং সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

সভাপতি পদে অ্যাড. একেএম মোসাদ্দেক ফেরদৌস পেয়েছেন ৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বি অ্যাড. সিরাজুল ইসলাম পেয়েছেন ৭৪ ভোট। আর সাধারণ সম্পাদক পদে এমকে মুরাদুজ্জামান ৯৮ ভোট পেয়েছেন।তার প্রতিদ্বন্দ্বি মো. আবুল মানসুর স্বপন পেয়েছেন ৬৬ ভোট।

এছাড়া সহ-সভাপতি-অ্যাড. হরিদাস সাহা (আওয়ামী লীগ), সহ সম্পাদক মো. লুৎফর রহমান মিয়া (বিএনপি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. খোরশেদ আলম (আওয়ামী লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাইল হোসেন (আওয়ামী লীগ), অডিটর মো. শাহীদুল্লাহ শাহী (আওয়ামী লীগ)।

নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাগর (আওয়ামী লীগ), মো. ছামিউল ইসলাম আতাহার (বিএনপি) মো. বাবুর আলী (বিএনপি) ও মোহাম্মদ রাশেদুর রহমান রাসেল (বিএনপি)।

শেরপুর জেলা আইনজীবী সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচনে এবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও আইনজীবী ঐক্য পরিষদ নামে দুইটি প্যানেলে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেছেন। নির্বাচনে ১৭০ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অ্যাড. রাকিব।

হাকিম বাবুল/এআরএ/এমএস