ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে পাঁচ দিনব্যাপি বইমেলার উদ্বোধন

প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ঈশ্বরদীতে পাঁচদিনব্যাপি বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এম সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, সমাজসেবক মাহমুদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, অধ্যক্ষ আয়নুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে জাতি বইমেলা করে সেই জাতিকে পিছিয়ে রাখা যায় না। বই জ্ঞানের ভাণ্ডার। যে জাতি, সমাজ, ব্যক্তি জ্ঞানী হবে সেই রাষ্ট্র তত উন্নতি করবে।
 
প্রকাশকদের উদ্দেশ্যে তিনি বলেন, সৃজনশীল উন্নতমানের বই প্রকাশ করুন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলাউদ্দিন আহমেদ/এসকেডি