ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গ্রামে একটি পুকুর থেকে শুকুর আলী (৪৮) নামের এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত শুকুর আলী ওই গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে এবং বামুন্দি নিশিপুর গ্রামের ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, শুকুর আলী শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার খোঁজ পায়নি। সকালে স্থানীয়রা বামুন্দি হাটের কাছের পুকুরে শুকুর আলীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বামুন্দি ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা শুকুর আলীর মরদেহ উদ্ধার করেন। কি কারণে শুকুর আলীকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি স্বজনেরা।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য খুঁজতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

বামুন্দি উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম জানান, শুকুর আলী ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিল।

আতিকুর রহমান টিটু/এসএস/এমএস