গতিরোধকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে গতিরোধকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মো. মাসুদ আলম (৪১) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আমিশাপাড়ার হাজি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ আলম চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আনন্দী বাড়ির কুটু মিয়ার ছেলে। তিনি চাটখিল পৌর বাজারের ফলের আড়তের মালিক। গত নির্বাচনে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাটখিল থেকে দুপুরে মোটরসাইকেলে সোনাইমুড়ীর আমিশাপাড়া বাজারে যাচ্ছিলেন মাসুদ। পথে গতিরোধকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান নান্টু জানান, শনিবার সন্ধ্যা ৭টায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনাটি সোনাইমুড়ী থানা এলাকায় ঘটেছে। তাছাড়া কেউ থানায় অভিযোগও করেনি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম