ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অ্যাসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে প্রথম আলো বন্ধুসভা ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাতে বিভিন্ন ব্যানার-প্লেকার্ড নিয়ে বন্ধুসভার সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশীদের সভাপতিত্বে ও প্রথম আলোর প্রতিনিধি শাহাদৎ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায় প্রমুখ।

B.baria

বক্তারা তানিয়ার উপর অ্যাসিড হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূ অ্যাসিড হামলার শিকার হন। এ ঘটনায় জড়িত সন্দেহে তানিয়ার স্বামী নজরুল ইসলামে ওইদিন রাতেই আটক করে পুলিশ।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস