ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে জীবনানন্দ উৎসব শুরু

প্রকাশিত: ১০:১৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালে চার দিনব্যাপী জীবনানন্দ উৎসব শুরু হয়েছে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। শনিবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।

এসময় বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, জীবনানন্দ বাংলা সাহিত্যের অহঙ্কার। তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্যই বরিশাল জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাড. এসএম ইকবাল, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল ও গণসংগীত শিল্পী আক্কাস হোসেন।

বিকেলে আয়োজিত জীবনানন্দ দাশের কাব্য দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিএম কলেজের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার। আলোচনায় অংশ নিবেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম ও প্রফেসর এম মোয়াজ্জম হোসেন।

Barishal-Utsab-pic
চার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে জীবননান্দ দাশের কাব্য, দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা নিয়ে প্রবন্ধ পাঠ, কবির কাব্য ভিত্তিক বক্তব্য, কবিতাভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবি আলাপন, বরিশাল অঞ্চলের সৃজনশীল কবি ও নবীন কবি, লেখক, সাহিত্যিক সমাবেশ, স্বরচিত কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান।

উৎসবের তৃতীয় দিন সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমকাল সম্পাদক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান গোলাম সারওয়ার।  

সাইফ আমীন/এফএ/এআরএ/আরআইপি