ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও হেরোইনসহ জাকারিয়া হোসেন রকি (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকারিয়া হোসেন রকি সদর উপজেলার পুরানাপৈল এলাকার নজরুল ইসলামের ছেলে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে চারটি ওয়ান শুটারগান, একটি এয়ারগান, দুই রাউন্ড গুলি, ৩০ গ্রাম হেরোইন, ছয়টি ডেগার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, জাকারিয়া হোসেন সদর উপজেলার পুরানাপৈল এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি। তিনি এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখতো। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকায় বিভিন্ন বালুমহাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। তাছাড়া চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব দিত। তার নামে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেফতারের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।

রাশেদুজ্জামান রাশেদ/জেএস/জেআইএম