ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গণতন্ত্র-ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন: দুদু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ওবায়দুল কাদের ও তার দল গণতন্ত্র হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির চলমান আন্দোলন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আগামী ১১ তারিখের বিএনপির কর্মসূচির প্রস্তুতি সভায় তিনি এসব মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, সরকারি দলের তত্ত্বাবধানে লুটপাট করে নেওয়া হচ্ছে। তার জন্য মানুষের জনজীবনের একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। সেটার জন্য বিএনপি আন্দোলন করছে এটা তো বলার অবকাশ রাখে না। বিএনপি জনগণের দল, গণমানুষের দল, গণতন্ত্রের দল। জিয়াউর রহমান এ দেশকে সামরিক স্বৈরাচার মুক্ত করেছে।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডসহ ঝিনাইদহ ও মাগুরা জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস