সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার
সিরাজগঞ্জের কাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে আশকার পাইন ওরফে আশকারুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আশকারুল উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের আজিজুল হক ওরফে ফজলুল বারীর ছেলে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ নাসিম সাহেবকে নিয়ে কটূক্তি করা একটি অডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে বুধবার রাতে শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়।
এম এ মালেক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে
- ২ কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল
- ৩ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী
- ৪ যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল
- ৫ মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল