সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার
সিরাজগঞ্জের কাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে আশকার পাইন ওরফে আশকারুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আশকারুল উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের আজিজুল হক ওরফে ফজলুল বারীর ছেলে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ নাসিম সাহেবকে নিয়ে কটূক্তি করা একটি অডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে বুধবার রাতে শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়।
এম এ মালেক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত