সড়কের পাশের ডোবায় ভাসছিল যুবকের মরদেহ
ফাইল ছবি
নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশের ডোবা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাগাচারা গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। সাজ্জাদ হোসেন ওই গ্রামের বাবুর ছেলে।
স্থানীয়রা জানায়, সাজ্জাদ হোসেন বাগাচারা মোড়ে রাত ১০টা পর্যন্ত ক্যারাম খেলছিল। তারপর আর বাড়ি ফিরেনি। সকালে ডোবার পানিতে উপুর হয়ে পড়ে থাকা ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বাগাচার মাদরাসার পশ্চিম পাশের একটি ডোবায় মরদেহ পড়ে ছিল। তবে গলার কাছে হালকা দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।
আব্বাস আলী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান