ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে শিবিরের সাধারণ সম্পাদক আটক

প্রকাশিত: ০৪:০৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

কুড়িগ্রাম জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে শহরের গাড়িয়াল পাড়া এলাকার শিবির নিয়ন্ত্রিত একটি ছাত্রবাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
    
সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) মাসুদ আলম জানান, আইন শৃঙ্খলার অবনতি এবং সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবিরের ওই নেতাকে আটক করা হয়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নাজমুল হোসেন/এসএস/এমএস