ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পার্লামেন্ট ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: এ্যানি

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আছি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

jagonews24

এ্যানি আরও বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনে মাঠে নেমেছি। এ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, কৃষকদল নেতা মাহবুব আলম মামুন, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

কাজল কায়েস/এসআর/জিকেএস