ভোলায় বিএনপির পদযাত্রায় হামলা, আহত ১০ নেতাকর্মী
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে
ভোলায় বিএনপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পৃথক হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ভোলা সদর হাসপাতালে আট জন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসূল আলম অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনকালে ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এদের মধ্যে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি হাফেজ বাহালুল ও সাধারণ সম্পাদক এমরান গুরুতর আহত হয়েছেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস