ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাব বিক্রেতার লাশ ঝুলছিল কাঁঠাল গাছে

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় টুকু শেখ নামের এক ডাব বিক্রেতার মরদেহ কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

টুকু শেখ উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত জলিল শেখের ছেলে।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টুকু শেখ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। কিন্তু দরিদ্রতার কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি। ধারণা করা হচ্ছে, পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, টুকু শেখ দীর্ঘদিন ধরে ধারদেনা করে সংসার চালাতে গিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নগরকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

এন কে বি নয়ন/এসআর/এমএস