সিরাজগঞ্জে ক্রেতাশূন্য ফুলের দোকান
রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি। দিনটি ‘বিশ্ব ভালোবাসা’ দিবস হিসেবে পরিচিত। একই দিনে আবার বাংলা সনের পহেলা ফাল্গুন। এ দিনটির অপেক্ষায় থাকেন ফুল বিক্রেতারা। তবে সিরাজগঞ্জে এবার ফুলের ক্রেতা নেই।

বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন এবার শহরের কলেজ রোডের ফুলের দোকানগুলো অনেকটাই ক্রেতাশূন্য। ফলে চরম লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জ শহরে হাতেগোনা কয়েকটি স্থায়ী ফুলের দোকান রয়েছে। বিগত সময়ে বসন্ত উৎসবকে ঘিরে আগের দিন থেকেই এসব ফুলের দোকানে কেনার হিড়িক পড়তে দেখা গেলেও এবার তার উল্টো চিত্র।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কলেজ রোডে দেখা যায়, বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্থায়ী দোকানগুলোর পাশাপাশি আরও কয়েকটি ভ্রাম্যমাণ ফুলের দোকান বসিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকানে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস, ডালিয়াসহ বিভিন্ন প্রজাতির ফুল। তবে দোকানগুলোতে আশানুরূপ ক্রেতা নেই।

চমক ফুলঘরের মালিক রতন জাগো নিউজকে বলেন, তিন লাখ টাকার ফুল এনেছি দোকানে অথচ ক্রেতা নেই। তবে কাল কিছু বিক্রি হতে পারে বলে আশা করছি।
তিনি বলেন, বিগত বছরগুলোতে এসময় ফুল বিক্রি করে ভালোই লাভ হতো। তবে এবার সবচেয়ে বেশি মন্দা মনে হচ্ছে।
এম এ মালেক/এসআর/এমএস