মির্জাপুরে তিন শহীদ মিনার উদ্বোধন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল, আনাইতারা ও উয়ার্শী ইউনিয়নে নবনির্মিত তিনটি শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ শহীদ মিনার তিনটির উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, তিন ইউপি চেয়ারম্যান যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, আবু হেনা মোস্তফা কামাল ময়নাল ও মাহবুব আলম মল্লিক হুরমহল উপস্থিত ছিলেন।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমি স্কুল প্রাঙ্গণ, আনাইতারা ও বানাইল ইউপি চত্বরে শহীদ মিনার নির্মাণ করা হয়।
মির্জাপুর ইউএনও হাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের বাজেট দিয়ে শহীদ মিনারগুলো নির্মাণ করা হয়েছে।
এস এম এরশাদ/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, চিনে ফেলায় শরীরে আগুন
- ২ দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল, জানেন না জামায়াতের প্রার্থী
- ৩ দিপু হত্যায় সক্রিয় ভূমিকা রাখেন এরশাদ, মোবাইল উদ্ধার
- ৪ সিরাজগঞ্জে নবজাতক শিশুকে গলা কেটে হত্যা, আত্মগোপনে মা
- ৫ এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভৈরবে শিক্ষার্থীর আত্মহত্যা