ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাঁশ ফেলে গতিরোধ, মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মশিউর রহমান বিপ্লব (৫০) নামের এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় আহতের ছোট ভাই চঞ্চল অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে অভিযোগ করেন।

পুলিশ জানায়, উপজেলা সদরের তুষভাণ্ডার বাজারে আল আমিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান দিয়ে মুদি ও বিকাশের ব্যবসা করতেন মশিউর রহমান বিপ্লব। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর বাসার সামনের সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিনব কায়দায় সড়কে বাঁশের খুঁটি ফেলে তার গতিরোধ করেন কয়েকজন।

পরে ছিনতাইকারী চক্রের এক সদস্য মাথায় সজোরে আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে ব্যবসায়ীর পকেট থেক তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল নিয়ে সটকে পড়ে চক্রটি। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে ডক্টর ক্লিনিকে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চক্রটিকে শনাক্ত করতে তদন্ত চলছে।

রবিউল হাসান/এসআর/এএসএম