প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশালে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাণ-আরএফএল স্কুলের প্রধান উপদেষ্টা সুপ্রিতা পাল প্রধান অতিথি ছিলেন।

ঘোড়াশালে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ শাহ মো. জুয়েল রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইং কমান্ডার সিদ্দিকুর রহমান। এসময় স্কুলের উপাধ্যক্ষ মো. সামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এবছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জনকে সম্মাননা স্বারক দেওয়া হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির ২৫০ শিক্ষার্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

প্রাণ-আরএফএল স্কুলের উপদেষ্টা সুপ্রিতা পাল বলেন, শিক্ষার পাশাপাশি শারীরিক চর্চার প্রয়োজন। খেলাধুলার প্রয়োজন আছে। তাতে শিক্ষার্থীদের মনোবল চাঙা হয়। তাই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও উৎসাহিত করতে হবে।
সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস