ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীর্ষ সন্ত্রাসী জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তৈমূর

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শাম্মী আক্তারের আদালতে সাক্ষ্য দেন তিনি।

নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এ মামলায় আসামি জাকির খানের বিরুদ্ধে সাক্ষ্য দেন তৈমূর। আগামী ৬ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী রবিউল হোসেন বলেন, এটি ২০০৩ সালের একটি হত্যা মামলা। দীর্ঘদিন পর আজ প্রথম মামলার বাদী সাক্ষ্য দিতে এসেছেন। আমরা জাকির খানের পক্ষে জেরা করেছি। আগামী তারিখেও আবার জেরা করা হবে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, আসামি জাকির খানের বিরুদ্ধে নিহতের বড় ভাই তৈমূর সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন।

জাকির খান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরিচয় গোপন করে গত এক বছর পরিবারসহ বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। পরে গত ৩ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস