ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের ধাক্কায় অটোরিকশা চূর্ণ-বিচূর্ণ, চালক নিহত

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বেগুনবাড়ি রেলগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

নিহত আতাউর রহমান আতা (৪৫) আক্কেলপুর উপজেলার রোয়ারখাঁ পাড়া গ্রামের মোতারব হোসেনের ছেলে।

আহতরা হলেন মজিদা বেগম (৪০), ফাতেমা বেগম (৪২), তানিয়া খাতুন (১২) ও আজমিরা আক্তার (১৪)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে রোয়ারখাঁ পাড়া গ্রাম থেকে চার নারী যাত্রী নিয়ে পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামে মিলাদের দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে পৌর শহরের বেগুনবাড়ি অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় অটোরিকশার সামনের অংশ রেললাইনের ওপরে উঠে উল্টে যায়। এসময় যাত্রীরা নেমে গেলে চালক অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা করেন। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আতাউর রহমান আতা নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন।

jagonews24

অটোরিকশার যাত্রী তানিয়া আক্তার বলেন, ‘আমরা মিলাদ খাওয়ার উদ্দেশ্যে খাদাইল গ্রামে যাচ্ছিলাম। পথে অটোরিকশাটি রেললাইনে উঠে উল্টে যায়। এসময় ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আমার পায়ে আঘাত লেগেছে।’

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুর হাসান বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে এতে ট্রেন বা লাইনের কোনো ক্ষতি হয়নি।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাশেদুজ্জামান/এসআর/জিকেএস