গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যানের ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সীর ফেসবুক আইডি হ্যাক হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মোস্তফা মুন্সী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দুপুর ১২টার দিকে মোস্তফা মুন্সি (mostafa munshi) নামক ফেসবুক আইডিতে ঢুকতে গেলে পাসওয়ার্ড ভুল দেখায়। এর কিছু পরেই তার পরিচিত এবং ফেসবুক বন্ধু মো. ছরোয়ার হোসাইন জানান ম্যাসেঞ্জারের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে নগদ ও বিকাশ -০১৬৩৫-৩৯৪১৭০ নম্বরে টাকা চাওয়া হয়েছে। এতে ধারণা হয় অসৎ উদ্দেশ্যে কেউ ফেসবুকের অ্যাকাউন্টটি হ্যাক করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, উপজেলা চেয়ারম্যানের একটি অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি আইডিটি উদ্ধারে কাজ শুরু হয়েছে।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম