ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উদ্বোধন করা হলো বাঁশ ও খড়ের ‘হিমাগার’

প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৪

রাজশাহীতে উদ্বোধন করা হলো বাঁশ ও খড়ের তৈরী ‘হিমাগার’। শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান হিমাগারটির উদ্বোধন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন এ হিমাগারটি তৈরি করেছেন। বিকল্প ও প্রাকৃতিক এ হিমাগার তৈরিতে অর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংক।

হিমাগারটির ব্যবস্থাপনার সাথে জড়িতরা বলেন, অল্প খরচে কৃষক এটি ব্যবহার করতে পারবেন। ৮৫ কেজির এক বস্তা আলু এখন হিমাগারে রাখতে কৃষকের ৩৫০ টাকা লাগে। এ হিমাগারে লাগবে মাত্র ১০০ টাকা। দেশে আদা ও পেঁয়াজের কোনো সংরক্ষণাগার নেই। এ হিমাগারে আদা, পেঁয়াজ ছাড়াও এক মাসের জন্য মরিচ, বেগুন, ফুলকপি ও বাঁধাকপি সংরক্ষণ করা যাবে। ৩০০ টন ধারণক্ষমতার এই হিমাগারটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ১৪ লাখ টাকা।